সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে আমাসুফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের পার্কপাড়া এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত হয় পরিচিতি সভা।

সভায় সভাপতিত্ব করেন আমাসুফ জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা, ফরিদুল ইসলাম কুদ্দস, সামসুল আলম, ব্যারিস্টার তরিকুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মাসুম জামান।

বক্তারা বলেন, আমাসুফ দীর্ঘদিন ধরে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগণের পক্ষে কাজ করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তাঁরা।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন