সারাদেশ
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এইচ এম ইমরান, ঝিনাইদহ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ৫ বছর বয়সী ছেলে লামিম হোসেন এবং তার মামাতো ভাই, আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ৭ বছর বয়সী ছেলে আপন হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছিপ নিয়ে মাছ ধরতে গিয়ে খালের পানিতে পড়ে যায় শিশুদ্বয়। স্রোতের তোড়ে তারা তলিয়ে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজির পর উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর