সর্বশেষ

জাতীয়

ফায়ার ফাইটারের মৃত্যুর তালিকায় যোগ হল আরেক বীরের নাম- নাঈম

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়ে গুরুতর দগ্ধ হন জান্নাতুল নাঈম। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের আরও তিনজন সদস্য আহত হন। তাদের মধ্য থেকে দুইজন—শামীম আহমেদ (মৃত্যু: ২৩ সেপ্টেম্বর) ও নুরুল হুদা (মৃত্যু: ২৪ সেপ্টেম্বর)—চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সবশেষে প্রাণ হারালেন সাহসী এই কর্মকর্তা, খন্দকার জান্নাতুল নাঈম। তার মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জান্নাতুল নাঈম: সংক্ষিপ্ত জীবনী
খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে মোল্লারটেক উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং পরবর্তীতে ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন জান্নাতুল নাঈম। তিনি মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে কর্মরত থাকার পর পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক।

অগ্নিনির্বাপণে প্রাণ উৎসর্গ: আরও এক বীরের বিদায়
দায়িত্ব পালনের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায়ই নিজেদের জীবন বিপন্ন করে দেশের মানুষের সেবা করে থাকেন। খন্দকার জান্নাতুল নাঈম সেই সাহসী সদস্যদেরই একজন, যিনি নিজের জীবন দিয়ে পেশাগত কর্তব্য পালন করে গেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্বাধীনতা-পরবর্তী সময়ে অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫১ জন সদস্য প্রাণ দিয়েছেন। জান্নাতুল নাঈম হলেন সর্বশেষ সংযোজন সেই গৌরবময় আত্মত্যাগের তালিকায়।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন