ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বান্দরবানের আদিবাসী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ‘বান্দরবান পাহাড়ি শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা পার্বত্য অঞ্চলে নারীদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যা। বক্তব্য রাখেন সংগঠনের সদর থানা শাখার সভাপতি উবাথোয়াই মার্মা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য পায়া ম্রো, শিক্ষার্থী এডিশন চাকমা ও জেমস বমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “পাহাড়ি নারী ও শিক্ষার্থীরা বারবার সহিংসতার শিকার হলেও বিচার হয় না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা বারবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। আমরা স্তব্ধ, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন।”
ঘটনার পেছনের প্রেক্ষাপট
গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন সকালে ভুক্তভোগীর বাবা খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে শয়ন শীল নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাকে মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি
সমাবেশে বক্তারা বলেন, “এই ঘটনায় দ্রুত বিচার না হলে পাহাড়ে বসবাসকারী নারীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।”
তারা আরও বলেন, “আমরা চাই নিরাপদ শিক্ষা পরিবেশ, সহিংসতা নয়। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
১২৭ বার পড়া হয়েছে