সর্বশেষ

জাতীয়

চার রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আশাবাদী বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে নিউইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এসব উচ্চপর্যায়ের বৈঠককে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে "নতুন উচ্চতা" হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, “প্রতিটি বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল। এসব বৈঠকের মাধ্যমে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে।”

বৈঠকে আলোচ্য বিষয়
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন মেলোনি। তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহও জানান।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে বৈঠকে ইউরোপের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ কসোভোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির প্রতি সমবেদনা জানানো হয় এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথা হয়।
রোহিঙ্গা ইস্যু
সব বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ইতালির প্রধানমন্ত্রী জানান, তাদের দেশ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। পাশাপাশি, রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানো নিয়েও আলোচনা হয়।

ব্যবসায়িক সংলাপ
প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলেও অংশ নেন। সেখানে তিনি মেটলাইফ, শেভরন, এক্সেলেরেট এনার্জির মতো শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের ছয় রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এবং মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন