ঝিনাইদহে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা-মূলক সভা

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা-মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে স্থানীয় পরিবেশ অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান। এতে অংশগ্রহণ করেন এফএনএফ ফার্মাসিউটিক্যালসের আনন্দ কুমার শীল, হোটেল মালিক সমিতির সহসভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর ইকবাল, জামান জুট মিলসের প্রতিনিধি আব্দুল বাশের পলাশ, মেসার্স ফিউচার ভিশনের মনোয়ার হোসেন এবং সারফ এগ্রো ইন্ডাস্ট্রিজের লিগ্যাল অ্যাডভাইজার এম মনির।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটি, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শব্দদূষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। জীববৈচিত্র্য রক্ষা ও বনজ-ভেষজ উদ্ভিদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তারা আরও সতর্ক করেন—এইসব বিষয়ে অবহেলা করলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মুখে পড়বে।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
১৪৭ বার পড়া হয়েছে