পাঠ্যপুস্তকে প্রীতিলতার আত্মজীবনী অন্তর্ভুক্তের জোর দাবি

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩তম আত্মাহুতি দিবস উপলক্ষে তাঁর আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জন্ম ও আত্মাহুতি দিবস পালন বাধ্যতামূলক করার দাবি উঠেছে।
চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে ‘বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার শুধুই একটি নাম নয়, তিনি সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। তাঁর সংগ্রামী জীবন ও মহান আত্মবলিদান নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। তাই প্রীতিলতার জীবনগাথা শিক্ষা ব্যবস্থার অংশ করা জরুরি।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মাস্টারদা সূর্যসেন সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিশিষ্ট সংগঠক রুবেল বড়ুয়া। বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত যাত্রাশিল্পী মিলন কান্তি দে, ট্রাস্টি মোহাম্মদ আলী, অরুন বিকাশ চৌধুরী, সাংবাদিক আবদুল হাকিম রানা, আজীবন সদস্য রূপক চক্রবর্তী, সরিৎ চৌধুরী, সংগঠক তাপস দে, সংগীত শিক্ষক বরুণ পালিত, শিক্ষক চন্দন দাশ, মঞ্জু রায়, শিপ্রা দে, সুলতানা রাজিয়া, সুমী দেবী, প্রিয়া দে, রুপশ্রী চক্রবর্তী ও সুপ্তা চৌধুরী।
অনুষ্ঠানের শেষে প্রীতিলতা সাংস্কৃতিক জোট একটি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
১২৯ বার পড়া হয়েছে