নিউইয়র্কে হামলার প্রতিবাদে বান্দরবানে এনসিপি'র বিক্ষোভ

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনে রূপ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল, মুখ্য সমন্বয়কারী প্রকৌশলী লুক চাকমা, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, আব্দুল্লাহ আল মামুন, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আমান উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে জড়িত নেতাকর্মীদের ওপর দেশ ও বিদেশে একের পর এক হামলা ঘটছে, যা সরকারের ব্যর্থতার নগ্ন প্রকাশ। তারা বলেন, জামিনপ্রাপ্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ে শহীদ পরিবার ও আহতদের হুমকি দিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও ঘটছে, যা গভীর উদ্বেগের বিষয়।
নেতারা অবিলম্বে নিউইয়র্কে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, তারা ফ্যাসিবাদের মদদপুষ্ট ব্যক্তিদের রাষ্ট্রযন্ত্র থেকে অপসারণ করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলা সমন্বয় কমিটি, যুব উইংসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
১৫১ বার পড়া হয়েছে