সর্বশেষ

জাতীয়

টঙ্গীর আগুনে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু,  নিহত বেড়ে ২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও একজন ফায়ার ফাইটার মৃত্যুবরণ করেছেন। নিহতের নাম নুরুল হুদা।

তিনি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল, যা তার বেঁচে থাকার সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তোলে।

নিহত নুরুল হুদার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। বাবা আব্দুল মনসুর। ২০০৭ সালে তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই ঘটনায় দগ্ধ অপর ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিস লিডার শামীম আহমেদ বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান। তার শরীরেও শতভাগ দগ্ধতার চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে ওই ঘটনায় গুরুতর দগ্ধ আরেক ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম বর্তমানে ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর সময় হঠাৎ একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে চারজন ফায়ার ফাইটারসহ বেশ কয়েকজন স্থানীয় দোকানদার দগ্ধ হন। পরদিনই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন