প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা বুধবার বেলা নাগাদ লাঠিসোটা হাতে সড়কে নেমে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে।
বিক্ষোভ চলাকালে বহিরাগতদের হামলায় কয়েকজন ছাত্র আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নানা রকম অনৈতিক আচরণে লিপ্ত। এর আগে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরক জানান,
“আমাকে বিদ্যালয় থেকে সরানোর জন্য একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।”
এদিকে অভিভাবক ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
১৬৩ বার পড়া হয়েছে