ডিম ছোড়া জাহিদ হাসানের গ্রামের বাড়িতে ডিম নিক্ষেপ

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় বিক্ষোভ ও পালটা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির আখতার হোসেনসহ সফরসঙ্গীদের উদ্দেশে ডিম ছোড়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী। এ ঘটনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের জড়িত থাকার অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা জাহিদ হাসানের গ্রামের বাড়িতে বিক্ষোভ করেন এবং প্রধান ফটক ও দেয়ালে ডিম ছুড়ে ক্ষোভ জানান।
জেলা এনসিপির একাধিক নেতা ঘটনাটি অস্বীকার করলেও স্থানীয় ছাত্র সংগঠনের সাবেক নেতা ইমরান আল নাজির একে “বীরদের প্রতি অপমানের জবাব” বলে মন্তব্য করেন।
নড়িয়া থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্ত জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১০৭ বার পড়া হয়েছে