সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার ঐতিহাসিক গুড়পুকুরের মেলা পুনরায় আয়োজনের দাবিতে জেলার ব্যবসায়ী ও নাগরিক সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাধারণ নাগরিকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রাক্তন মন্ত্রী ডা. আফতাবুজ্জামান। বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “সাতক্ষীরার ইতিহাস ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে গুড়পুকুরের মেলা। নার্সারি, হস্তশিল্প, কুটির শিল্প, খেলনা, ভাজাপণ্যসহ নানা ধরনের ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই মেলা। প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ এই মেলাকে ঘিরে জীবিকা নির্বাহ করে আসছেন।”
তারা অভিযোগ করেন, “একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে গুড়পুকুর মেলা বন্ধের চেষ্টা করছে। দেশে বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলা, বইমেলা চলছে; অথচ সাতক্ষীরায় শুধুমাত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতির অজুহাতে প্রাচীন এই মেলা বন্ধ রাখা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশাসন যদি আগামী এক সপ্তাহের মধ্যে মেলা আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত না নেয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করে জনগণকে সঙ্গে নিয়ে গুড়পুকুরের মেলা বসানো হবে।”
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন আয়োজকরা।
১২২ বার পড়া হয়েছে