সর্বশেষ

সারাদেশ

বেনাপোলে আড়াই কোটির টাকার ভারতীয় পণ্য জব্দ, চালক-হেলপার আটক

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেনাপোলে বিশেষ অভিযানে একটি কার্গো ট্রাকসহ প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আটক করা হয়েছে ট্রাকচালক ও সহকারীকে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে এসব পণ্যবাহী ট্রাক জব্দ করে যশোর ৪৯ বিজিবির সদস্যরা।

আটকরা হলেন—মাগুরা জেলার হাজী রোড কলেজপাড়া এলাকার নাদের মোল্লার ছেলে ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং শিবরামপুর পাড়ার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬ নম্বরের একটি কার্গো ট্রাকে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৯৩০ টাকা।

জিজ্ঞাসাবাদে ট্রাকচালক স্বীকার করেন, ২০ হাজার টাকা পারিশ্রমিকে এই অবৈধ মালামাল ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য তিনি চুক্তিবদ্ধ হন।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত পণ্যসমূহ কাস্টমসে জমা এবং ট্রাক থানায় জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন