সাতকানিয়ায় গ্যাস গুদামে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. হারেছ ওরফে হারুন (৩০) নামের ওই শ্রমিক মারা যান। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকার নুরুল ইসলামের ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাউছিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিমের প্রধান ও চন্দনাইশের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে চন্দনাইশ ও সাতকানিয়া সীমান্তবর্তী চরতী এলাকার একটি অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামের ভেতরে থাকা ১০ জন শ্রমিক দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ৪ জন এবং পরে বাকি ৬ জনকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুদাম মালিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
বিস্ফোরণের কারণ ও গুদামের বৈধতা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
১০৭ বার পড়া হয়েছে