বাংলার ক্রিকেটে ফিরলেন সৌরভ গাঙ্গুলি

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি আবারও ফিরলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) নেতৃত্বে।
সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি'র প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই পদে তিনি বড়ভাই স্নেহাশিষ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গত তিন বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সৌরভ প্রথমবার সিএবি সভাপতির দায়িত্বে ছিলেন। এবার মনোনয়ন জমা দেওয়ার পর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি পুনরায় নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর গাঙ্গুলি জানান, তিনি রাজ্যের ক্রিকেটের উন্নয়ন ও প্রতিভা গড়ে তোলার কাজ অব্যাহত রাখবেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতে ক্রিকেট নিয়ে প্রচণ্ড উন্মাদনা রয়েছে। আমাদের কাজ হলো সেই প্রতিভাকে সঠিকভাবে পরিচালনা করা। আগেও পাঁচ বছর সিএবিতে কাজ করেছি, এবারও সেরা কাজটাই করতে চাই।”
২০১৯ সালে সিএবি থেকে বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ এবং ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। চলতি বছর তিনি আবারও আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান, যেটি তিনি প্রথম গ্রহণ করেছিলেন ২০২১ সালে।
বিসিসিআইয়ের নতুন নেতৃত্বে মানহাস?
বিসিসিআইয়ের শীর্ষ পদে আসছেন দিল্লির সাবেক ক্রিকেটার মিঠুন মানহাস। রজার বিনি পদত্যাগের পর থেকে বিসিসিআই সভাপতির পদটি খালি রয়েছে। বর্তমানে সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, মানহাস এখন পর্যন্ত একমাত্র প্রার্থী।
ম্যানেজমেন্ট অভিজ্ঞতায় সমৃদ্ধ মানহাস ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত ১৫৭টি ফার্স্ট-ক্লাস ম্যাচে ৯৭১৪ রান করেছেন। এছাড়া আইপিএলের কয়েকটি দলের কোচিং স্টাফে ছিলেন এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বোর্ডের নতুন কমিটি গঠন হবে। দিল্লিতে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে মানহাসের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই বৈঠকে জয় শাহ, রাজীব শুক্লা, দেবজিত সইকিয়াসহ বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের বর্তমান সম্পাদক দেবজিত সইকিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্লা তাদের পদে বহাল থাকবেন। কোষাধ্যক্ষ প্রভতেজ ভাটিয়া নতুন যুগ্ম সম্পাদক হবেন, আর সৌরাষ্ট্রের সাবেক অধিনায়ক জয়সূর্য শাহ এপেক্স কাউন্সিলে যুক্ত হতে পারেন। মিজোরামের খাইরুল জামাল মজুমদার আইপিএল গভর্নিং কাউন্সিলে স্থানান্তরিত হবেন।
১২৬ বার পড়া হয়েছে