সর্বশেষ

আন্তর্জাতিক

হংকংয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন রাগাসা, উচ্চ সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০১৮ সালের বিধ্বংসী টাইফুন ‘মানখুট’-এর পর আবারও ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে হংকং।

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় গঠিত সুপার টাইফুন ‘রাগাসা’ বর্তমানে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এবং দ্রুত হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে।

হংকং অবজারভেটরির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২০ কিলোমিটার, যা সাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়ের সমান। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এটি হংকং থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই হংকংয়ের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। ঝড়টি বুধবার সকালে পার্ল রিভার মোহনার সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং বিকেল থেকে ‘সিগন্যাল ৮’ সতর্কতা জারি করার প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যা ৬টা থেকে অন্তত ৩৬ ঘণ্টার জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সব যাত্রীবাহী ফ্লাইট স্থগিত থাকবে। এরই মধ্যে নির্ধারিত ফ্লাইটগুলোর ৪০ শতাংশ বাতিল করা হয়েছে।

সতর্কতা জারি করা হয়েছে আশপাশের শহরগুলোতেও। শেনজেন ও ম্যাকাওয়ের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং গুয়াংডং প্রদেশে বুধবার থেকে সব রেল চলাচল বন্ধ থাকবে। ঝুহাই, জিয়াংমেন, ফোশানসহ একাধিক শহরে স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ঝড়ের প্রভাবে হংকংয়ের বিভিন্ন বাজারে পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। দোকানগুলোতে তাজা শাকসবজি ও প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে গেছে।

রাগাসার কারণে তাইওয়ানের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, বন্ধ রয়েছে অনেক স্কুল ও অফিস। ফিলিপাইনের লুজন দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ।

এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এবং হংকং অতিক্রমের পর এটি ভিয়েতনামের দিকে অগ্রসর হতে পারে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় ভিয়েতনাম সরকার ৩ লাখেরও বেশি সেনা সদস্য, ৮ হাজার যানবাহন ও ৬টি বিমান প্রস্তুত রেখেছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন