সর্বশেষ

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর প্রভাবে দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে একটি লঘুচাপ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবলভাবে বিরাজ করছে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে।

এই আবহাওয়াজনিত কারণে সারা দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারি বর্ষণ হতে পারে।

এদিকে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা ও ভোলায়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টিপাত হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন