ইতনা স্কুল ও কলেজে শিক্ষার্থী বরণ, ক্যান্টিন উদ্বোধন ও বৃত্তি প্রদান

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থী বরণ, ক্যাম্পাস ক্যান্টিন উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নতুনভাবে নির্মিত ক্যাম্পাস ক্যান্টিনের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি, গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে কলেজের হলরুমে একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এছাড়া শিক্ষার প্রতি উৎসাহ সৃষ্টি ও সহায়তার লক্ষ্যে ২০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ৫ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনু, আর সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক মনিরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “শিক্ষার মান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। ইতনা বিদ্যালয় ও কলেজের শিক্ষা পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল। আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, জিবি সদস্য শ. ম. কামাল হোসেন রিন্টু, লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রইচ উদ্দিন পলু প্রমুখ।
১০৭ বার পড়া হয়েছে