সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিস্তিন স্বীকৃতি: ইভেট কুপার ইসরাইলকে প্রতিশোধ না নিতে সতর্ক করলো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রেক্ষাপটে ইসরাইল যেন এর প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের অংশ সংযুক্ত না করে, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য।

পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানান, ইসরায়েলি সরকারের প্রতি এটি স্পষ্ট করে বলা হয়েছে যে, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে শান্তি, ন্যায়বিচার এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যেই।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কুপার জানান, যুক্তরাজ্য চায় ইসরায়েল এবং ফিলিস্তিন—উভয়েরই নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হোক।

কুপার বলেন, “যেমন আমরা ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছি, তেমনি ফিলিস্তিনিদেরও একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার রয়েছে।”

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। একই পদক্ষেপ নিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ স্বীকৃতিকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার’ সামিল বলে অভিহিত করেছেন।

জাতিসংঘে কুপার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক ঐকমত্য গঠনের আহ্বান জানাবেন বলে জানায় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন