মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বোমাসহ ৪০ জন গ্রেপ্তার

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে।
গত শনিবার বিকেল থেকে রবিবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, অভিযানে ধৃতদের কাছ থেকে আটটি ককটেল বোমা, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ২১ সেপ্টেম্বর ভোর ৩টা ৩০ পর্যন্ত মোহাম্মদপুর থানার নেতৃত্বে তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আগামীদিনেও রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১২২ বার পড়া হয়েছে