রাজনীতি
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবেন।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন নুর

স্টাফ রিপোর্টার
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, “বিলম্বে হলেও নুরুল হক নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে, এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেদিন রাতেই তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর