সর্বশেষ

আন্তর্জাতিক

হামাসের হাতে ২০ জনের কম ইসরায়েলি জিম্মি : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে এখন ২০ জনেরও কম ইসরায়েলি জিম্মি জীবিত রয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, এখন পর্যন্ত ৩২ থেকে ৩৮ জন জিম্মি প্রাণ হারিয়েছেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “হামাসের ভূগর্ভস্থ টানেলগুলোই তাদের মূল ঘাঁটি। এই টানেলেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বহু জিম্মি মারা গেছে।” তিনি আরও জানান, ইসরায়েলের সামরিক অভিযান এই টানেলগুলো লক্ষ্য করে চালানো উচিত, কারণ এখানেই অধিকাংশ জিম্মিকে আটকে রাখা হয়েছে।

ট্রাম্প দাবি করেন, “আমি এরই মধ্যে কয়েকজন জিম্মিকে মুক্ত করেছি। হয়তো বাকিরাও মুক্তি পাবে। তবে যখন শেষ ১০ থেকে ২০ জন জীবিত জিম্মির কথা আসে, তখন বিষয়টি অনেক কঠিন হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অভিযান জিম্মিদের মুক্তির সম্ভাবনা বাড়াতে পারে। একই সঙ্গে তিনি ইসরায়েলের চলমান সামরিক পদক্ষেপকে সমর্থন জানান।

উল্লেখ্য, হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে বহু সাধারণ মানুষ ও নিরাপরাধ ব্যক্তি হতাহত হয়েছেন। আন্তর্জাতিক মহল এই সংকট নিরসনে অব্যাহতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন