নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৃহবধূ নিহত

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদিনে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সর্বশেষ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাতপাড়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হন।
নিহত ফেরদৌসী আক্তার ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে সংঘর্ষে ইদন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।
শুক্রবার দুপুরে সেই ঘটনার জের ধরে এক পক্ষের লোকজন সাতপাড়া গ্রামে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়দের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন চন্দ্র সরকার বলেন, "ঘটনার তদন্ত চলছে। এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
উল্লেখ্য, দুইদিনে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
১০৭ বার পড়া হয়েছে