কেরালায় ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’তে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম)-এ আক্রান্ত হয়ে চলতি বছর অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর রাজ্যে এ রোগে মোট ৬৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানায় কেরালা স্বাস্থ্য বিভাগ। বিরল এই সংক্রমণটি ছড়াচ্ছে নায়েগলেরিয়া ফোউলেরি নামের একধরনের অ্যামিবার মাধ্যমে, যাকে সাধারণভাবে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে ডাকা হয়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, এ অ্যামিবা সাধারণত অযত্নে রক্ষিত সুইমিং পুল, স্প্ল্যাশ প্যাড কিংবা অন্যান্য জলকেন্দ্রিক বিনোদনস্থানে পাওয়া যায় এবং তা মানুষের নাক দিয়ে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে সংক্রমণ ঘটায়।
বিষয়টি গুরুতর আকার ধারণ করায় রাজ্য সরকার ইতোমধ্যে সতর্কতা জারি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিডি নিউজ জানিয়েছে, জনগণকে পরিস্কার-পরিচ্ছন্ন পানির ব্যবহারে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেরালায় এ রোগের উপস্থিতি নতুন নয়। ২০১৬ সালে প্রথমবারের মতো রাজ্যে পিএএম শনাক্ত হয়। তারপর থেকে গত এক দশকে কয়েকটি বিচ্ছিন্ন কেস পাওয়া গেলেও এ বছর তা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১১৮ বার পড়া হয়েছে