সর্বশেষ

জাতীয়

স্বর্ণের উল্কাগত মূল্যবৃদ্ধি: বিনিয়োগে আগ্রহ বাড়লেও কমেছে বিক্রি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বর্ণের মূল্যবৃদ্ধি যেন এখন "সোনার হরিণে" পরিণত হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪৬ হাজার টাকার বেশি।

ফলে অলংকার হিসেবে এই মূল্যবান ধাতু ক্রয় এখন অনেকের সাধ্যের বাইরে চলে গেছে। তবে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এর কদর বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বর্তমানে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যেখানে বছরের শুরুতে এই দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। অর্থাৎ ৯ মাসে দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

বিক্রি কমলেও বাড়ছে বিনিয়োগ
স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রমাগত দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অলংকার বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। আগে যেখানে দিনে গড়ে ৫ লাখ টাকার স্বর্ণ বিক্রি হতো, এখন তা কমে এসেছে প্রায় ২ লাখ টাকায়।

তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, অনেক ব্যক্তি এখন স্বর্ণকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখছেন। বিশেষ করে ব্যাংকিং খাত ও আর্থিক খাতে অস্থিরতার সময় স্বর্ণেই আশ্রয় খুঁজছেন সঞ্চয়কারীরা।

পুরাতন স্বর্ণে মুনাফার সুযোগ
বিক্রেতারা বলছেন, ভালো মানের পুরাতন স্বর্ণ কেউ বিক্রি করলে তারা প্রায় ১৭ শতাংশ দাম কমিয়ে কিনে থাকেন। এই হিসাবে চলতি বছরের শুরুতে এক ভরি স্বর্ণালঙ্কার কিনে এখন বিক্রি করলে প্রায় ১৫ হাজার টাকার মতো লাভ করা সম্ভব। আর একই স্বর্ণ বিনিময় করে নতুন অলংকার নিলে, ব্যবহারকারীরা প্রায় ২৮ হাজার টাকা অতিরিক্ত মূল্যের স্বর্ণ পাবেন।

দুই বছরের ব্যবধানে এক ভরি স্বর্ণে লাভের পরিমাণ দাঁড়াতে পারে ৫৬ হাজার থেকে ৬৯ হাজার টাকার বেশি। ফলে অলস অর্থের জন্য স্বর্ণ এখন এক প্রকার লাভজনক সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থনীতিবিদদের পরামর্শ
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, ‘‘স্বল্পমেয়াদি বিনিয়োগের জন্য স্বর্ণ একটি ভালো বিকল্প হতে পারে। এতে একদিকে সঞ্চয় রক্ষা পায়, অন্যদিকে দেশের রিজার্ভ বৃদ্ধিতেও সহায়তা করে।’’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘‘বিনিয়োগের আগে অবশ্যই বিশ্ববাজারের পরিস্থিতি পর্যালোচনা করা উচিত। যখন বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়, তখনই স্বর্ণে বিনিয়োগ লাভজনক হয়।’’

ইতিহাস ও ভবিষ্যতের দিকনির্দেশনা
বাংলাদেশের স্বাধীনতার সময় এক ভরি স্বর্ণের দাম ছিল মাত্র ১৭০ টাকা। আজ সেটি প্রায় ২ লাখ টাকায় পৌঁছেছে। বিশ্ববাজারের ট্রেন্ড বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

স্বর্ণের এই ঊর্ধ্বমুখী যাত্রা সাধারণ মানুষের জন্য হয়তো চাপ তৈরি করছে, তবে বিনিয়োগকারীদের কাছে এটি হয়ে উঠছে এক নিরাপদ ও লাভজনক আশ্রয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন