টাঙ্গাইলে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে মহাসড়ক অবরোধ

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএসসি ডিগ্রিধারীদের 'অযৌক্তিক' তিন দফা দাবি প্রত্যাখ্যান এবং কারিগরি শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে।
দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার পরিমাণ ছিল প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত। শিক্ষার্থীরা আন্দোলনের সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীদের ভাষ্য, "আমরা শুনি, কেউ কেউ বলে আমরা নাকি পরীক্ষা দিতে ভয় পাই। অথচ বাস্তবতা হলো, উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে চাকরি পেতে হলে আমাদের তিন ধাপের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষাতেও একজন পদে লড়েছে প্রায় ৬০০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এসব কি কেউ দেখে না?"
তারা আরও বলেন, “আমরা পড়াশোনা করে, কঠোর পরিশ্রম করে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিই। আমাদের দাবি—যোগ্যতার ভিত্তিতে চাকরি, পরীক্ষা দিয়েই আমরা তা অর্জন করতে চাই।”
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, “অবরোধ চলাকালীন সময়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় দেড় ঘণ্টার এই কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়, যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।”
১১৫ বার পড়া হয়েছে