সর্বশেষ

সারাদেশ

সীমানা পুনর্বহালের দাবি ভাঙ্গায় অবরোধ কর্মসূচি, যাত্রী ভোগান্তি চরমে

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় টানা তৃতীয় দফায় চলছে রেলপথ ও সড়কে কঠোর অবরোধ কর্মসূচি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সাতটি মহাসড়ক ও তিনটি রেলপথ অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

সকালে কর্মসূচি শুরুর পর সকাল ৯টার দিকে হামিরদি রেলক্রসিংয়ে আটকে দেওয়া হয় রাজবাড়ী-ফরিদপুর-ঢাকা রেলপথের নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। এতে করে ট্রেনযাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

রংপুরগামী একজন ট্রেনযাত্রী বলেন, “মাদারীপুর থেকে আত্মীয়ের বাসায় থেকে রংপুরে ফিরছিলাম। হামিরদি রেলক্রসিংয়ে ট্রেন থামিয়ে আমাদের নামিয়ে দেওয়া হয়। এরপর সাত কিলোমিটার হেঁটে এসেছি। কোথাও কোনো গাড়ি নেই। মানুষ যে কী কষ্ট করছে, তা বলে বোঝানো যাবে না। এভাবে আন্দোলন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”

 

ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা মো. বাচ্চু শেখ (৫৩) ঢাকায় মেয়ের বাসায় যাবার পথে পড়েন দুর্ভোগে। ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর তিনি ব্যাগ হাতে ও মাথায় পেঁয়াজের বস্তা নিয়ে পায়ে হেঁটে রওনা দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ট্রেন থামিয়ে আগুন জ্বালিয়ে রেলপথ আটকে দেয়। এরপর আমাদের নামিয়ে দেওয়া হয়। এখন এই ভারি মালপত্র নিয়ে হাঁটছি। খুবই কষ্ট হচ্ছে।”

 

ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান জানান, “নকশীকাঁথা এক্সপ্রেস আটকে দেওয়ার ফলে ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভাঙ্গা জংশনে বন্ধ হয়ে আছে। খুলনা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।”

 

অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মহাসড়কগুলোতেও যান চলাচল বন্ধ রয়েছে। এতে জরুরি প্রয়োজনে যাত্রা করা অসংখ্য মানুষ আটকে পড়েছেন পথে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, “সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় এবং যান চলাচল স্বাভাবিক থাকে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমরা বিক্ষুব্ধদের সঙ্গে নিয়মিত সংলাপে আছি।”

 

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে স্থানীয়দের আন্দোলন গত কয়েক সপ্তাহ ধরেই তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা, চরভদ্রাসন ও সদর উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত আসনের আগের সীমানা ফিরিয়ে আনতে হবে। প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও এখনো কোনো সমাধান আসেনি।

 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন