সর্বশেষ

রাজনীতি

৩৫ বছর পর চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে চাকসু ভবনে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রীয় সংসদের ২৬টি পদ ও হল সংসদের ১৫টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

তিনি জানান, রবিবার সকাল থেকেই শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে শুরু করেছেন। প্রথম দিনে ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র বিতরণ ও জমাদান চলবে ১৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে।

নির্বাচনের প্রচার চলবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে ভোটগ্রহণ শুরুর ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচারণা চালানোর নিয়ম নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটের মোট ২৭,৬৩৪ জন শিক্ষার্থীর তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এখনো হলভিত্তিক ভোটার তালিকা প্রকাশ হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, হলভিত্তিক তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

চাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর দীর্ঘ সময় ধরে নানা কারণে নির্বাচন হয়নি। চলতি বছর দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে একটি দলনিরপেক্ষ সরকারের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১২ অক্টোবর নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচিত পদসমূহ:
চাকসু কেন্দ্রীয় সংসদে:
ভিপি, জিএস, এজিএস ছাড়াও রয়েছে ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা, দপ্তর, ছাত্রী কল্যাণ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, গবেষণা, সমাজসেবা ও পরিবেশ, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, যোগাযোগ ও আবাসন, আইন ও মানবাধিকার, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্যসহ মোট ২৬টি পদ।

হল সংসদে:
ভিপি, জিএস, এজিএস ছাড়াও ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা, দপ্তর, রিডিং, ডাইনিং ও হল লাইব্রেরি, সমাজসেবা ও মানবাধিকার, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, যোগাযোগ ও আবাসন এবং ৩ জন নির্বাহী সদস্যসহ ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে, যার মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং ১০টি ছাত্রদের জন্য।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন