সর্বশেষ

রাজনীতি

ঝিনাইদহে পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির বৈঠক

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সমীর কুমার হালদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, "এই দেশ সকল ধর্মের মানুষের মিলিত প্রয়াসেই স্বাধীন হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধরে রাখাই আমাদের লক্ষ্য।"

তিনি আরও বলেন, “বিএনপি দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবে। দেশকে যারা বিভাজনের দিকে ঠেলে দিতে চায়, তারা কখনোই সফল হবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। 

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন