সর্বশেষ

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুবরণকারী দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে—এ সংখ্যা ৮৪ জন।

ঢাকা দক্ষিণ সিটিতে নতুন ভর্তি ৬৪ জন। অন্যদিকে বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য অংশে ৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ময়মনসিংহে ৯ জন এবং খুলনায় ২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, এখন ডেঙ্গু কেবল মৌসুমি রোগ নয়, বরং এটি প্রায় সারা বছর ধরেই দেখা যাচ্ছে। তবে বর্ষা মৌসুমে এর প্রকোপ বাড়ে। তাঁরা আরও বলেন, ডেঙ্গু রোধে মশার বিস্তার ঠেকাতে শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, জনসচেতনতা বাড়ানো এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশে রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন, এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন