সর্বশেষ

জাতীয়

কানাডায় প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা চালু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) সেবা চালু করেছে।

এ সেবার মাধ্যমে এখন থেকে কানাডার বাংলাদেশ মিশনগুলোতে আবেদন করে প্রবাসীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকতে হবে।"

সিইসি আরও উল্লেখ করেন, প্রবাসীরা রেমিট্যান্স, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। "তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি," বলেন তিনি।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে সিইসি উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন নাগরিকের হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন।

এ সেবা এখন অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ছাড়াও টরন্টোস্থ কনস্যুলেট জেনারেল অফিস থেকেও পাওয়া যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব।

বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের গণতান্ত্রিক অধিকারে সরাসরি অংশগ্রহণের পথ সুগম করবে এবং এটি সরকারের ‘এক কোটি প্রবাসীর অধিকারের স্বীকৃতি’ প্রদানের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন