ভাঙ্গুড়ায় 'শেষবারের মতো' সুযোগ চান সাবেক এমপি আনোয়ারুল ইসলাম

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, তিনি জীবনের শেষ সময়টুকু জনগণের সেবায় উৎসর্গ করতে চান।
তিনি বলেন, "আপনারা আমাকে ভালবাসেন, সেই ভালবাসার প্রতিদান দিতে আমি আপনাদের জন্য জীবন দিতেও প্রস্তুত।"
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি।
কে এম আনোয়ারুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁকে পাবনা-৩ আসনের দায়িত্ব দিয়েছিলেন, সেই থেকে তিনি এ অঞ্চলের মানুষের পাশে আছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বারবার তাঁকে মনোনয়ন দিয়েছেন।
তিনি আরও বলেন, “আমি যখন এমপি ছিলাম, তখন ভাঙ্গুড়ার উন্নয়নে ডাকবাংলো, গুরুত্বপূর্ণ সড়ক এবং থানার প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক কাজ করেছি। গত ১৭ বছরে এ এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই আবারও সুযোগ চাই আপনাদের সেবায় ফিরে আসার জন্য।”
সভাপতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতারা।
সভা শেষে কে এম আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এক বিশাল মিছিল ভাঙ্গুড়া পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
১০৯ বার পড়া হয়েছে