কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রবিবার (রাত ৩টা ৩০ মিনিটের দিকে) উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে ভাঙা রেললাইনে ওঠে লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে।
দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন, আর আশপাশের মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। এতে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করছে। লাইনচ্যুত বগিগুলো সরানো না পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীরা অভিযোগ করেন, রেললাইন রক্ষণাবেক্ষণের অবহেলাই দুর্ঘটনার মূল কারণ। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেন।
স্টেশনমাস্টার ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
১১০ বার পড়া হয়েছে