সর্বশেষ

জাতীয়

আজ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হতে যাচ্ছে। এটি হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে স্পষ্টভাবে দেখা যাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে এবং তা চলবে পরবর্তী ৭ ঘণ্টা ২৭ মিনিট। শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোরে।

চন্দ্রগ্রহণটি সম্পূর্ণরূপে দেখা যাবে পূর্ব ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিম দিকের কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে। এছাড়া এই দুই প্রান্তের আশপাশের অনেক জায়গা থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দৃশ্যমান হবে না।

চন্দ্রগ্রহণ ঘটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আইএসপিআর জানিয়েছে, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এর ফলে চন্দ্রগ্রহণ ঘটে। তবে গ্রহণটি পূর্ণগ্রাস নাকি খণ্ডগ্রাস হবে, তা নির্ভর করে তিনটি বস্তু পরস্পরের মধ্যে কীভাবে সারিবদ্ধ থাকে এবং তাদের কৌণিক দূরত্ব কতটা।

এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ থাকছে দেশের আকাশে—শুধুমাত্র মেঘমুক্ত আকাশের শর্তে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন