সর্বশেষ

আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না মোদী, প্রতিনিধি হবেন জয়শঙ্কর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৭৯তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জাতিসংঘ কর্তৃক ৬ সেপ্টেম্বর (শুক্রবার) প্রকাশিত হালনাগাদ বক্তাদের তালিকা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন জয়শঙ্কর। এর আগে প্রাথমিক তালিকায় প্রধানমন্ত্রী মোদীর নাম ছিল, এবং ২৬ সেপ্টেম্বর তার বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে নতুন তালিকায় তার নাম সরিয়ে দেওয়া হয়েছে।

অধিবেশনের সাধারণ বিতর্ক পর্যায় শুরু হবে ২৩ সেপ্টেম্বর এবং চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর বক্তব্য দেবেন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের রাষ্ট্রপ্রধানরা।

চলতি বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে পরবর্তী কয়েক মাসে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ এবং তার পরিপ্রেক্ষিতে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ—এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

উল্লেখযোগ্যভাবে, জাতিসংঘে বক্তাদের তালিকা সাধারণত পরিবর্তনশীল থাকে এবং অধিবেশনের শুরুর আগ পর্যন্ত তা হালনাগাদ হতে পারে।

এদিকে, এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশের পক্ষ থেকে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ উদ্যোগে বাধা তৈরি হয়েছে।

অধিবেশনের সূচনা বক্তা হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ব্রাজিলসহ অন্যান্য দেশের নেতারা বক্তব্য রাখবেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন