কক্সবাজারে ঝাউবাগান থেকে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান এলাকা থেকে আমিন উল্লাহ (২৮) নামে এক স্থানীয় সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগানে এ মরদেহটি পাওয়া যায়।
নিহত আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার বাসিন্দা এবং মৃত জুনু মিয়ার ছেলে। তিনি স্থানীয় দৈনিক প্রাণের বাংলাদেশ–এর উখিয়া প্রতিনিধি ছিলেন। এছাড়াও “উখিয়া নিউজ” নামের একটি ফেসবুকভিত্তিক অনলাইন পেইজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি পেশাগত জীবনে তিনি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্ত
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান,
“সকালে সৈকত এলাকার ঝাউবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।”
তিনি আরও বলেন,
“মরদেহটি একটি গাছের সঙ্গে নাইলনের রশিতে ঝুলছিল এবং পা প্রায় মাটির কাছাকাছি ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানায়, মরদেহে গলার দাগ ছাড়া অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১২৯ বার পড়া হয়েছে