ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : ৭ সদস্যের ডাকাত দল গ্রেফতার

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ধরা পড়ে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ দ্বীন ইসলাম (৩৫), মোঃ কামাল হাওলাদার (৩৫), আব্দুর রহমান হাওলাদার (৩৭), মোঃ মেহেদী হাসান (৩৮), মোঃ বাবুল হাওলাদার (৩৮), মোঃ রমিজ তালুকদার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (২২)। তাদের হেফাজত থেকে একটি মাইক্রোবাস, দুটি ডিবি জ্যাকেট, দুইটি ওয়াকিটকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, পকেট রাউটার ও মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গুলিস্তান এলাকার গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দল পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও তাদের হাতে নাতে আটক করা হয়। অভিযানকালে ৪-৫ জন সদস্য পালিয়ে যায় এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজধানীর তাঁতিবাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকারীদের টার্গেট করে ডাকাতি করতো। ডাকাতির সময় তারা পুলিশের পরিচয় ভান করতো।
রেকর্ড পর্যালোচনায় জানা গেছে, মোঃ দ্বীন ইসলাম ওরফে কাউছারের বিরুদ্ধে ১০টি, আব্দুর রহমানের বিরুদ্ধে ৩টি, মোঃ মেহেদী হাসানের বিরুদ্ধে ৪টি, মোঃ বাবুলের বিরুদ্ধে ২টি এবং মোঃ রমিজ তালুকদারের বিরুদ্ধে ৪টি ডাকাতির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং বাকি পলাতকদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
১৮৪ বার পড়া হয়েছে