সপ্তাহের শেষে আকাশে কর্ন মুন, দেখা যাবে ব্লাড মুন ও শনির

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এই সপ্তাহের শেষে আকাশে এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। ৭ সেপ্টেম্বর, শনিবার রাতে পূর্ব আকাশে উদিত হবে সেপ্টেম্বরের পূর্ণ চাঁদ—‘কর্ন মুন’।
এর সঙ্গেই অনেক অঞ্চল থেকে দেখা যেতে পারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা চাঁদকে রক্তিম রূপে—‘ব্লাড মুন’ হিসেবে—প্রকাশ করবে। একইসঙ্গে চাঁদের পাশেই দেখা যাবে সৌরজগতের অন্যতম গ্রহ শনি।
বিবিসির স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন জানিয়েছে, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকে এ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে। তবে চাঁদ ও শনির এ ঘনিষ্ঠ সংযোগ দেখা যাবে বিশ্বজুড়েই, বিশেষ করে ৬ থেকে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়।
প্রাচীন কালের মানুষেরা প্রতিটি পূর্ণিমাকে প্রকৃতির কোনো বিশেষ পরিবর্তনের প্রতীক হিসেবে দেখত। উত্তর আমেরিকায় সেপ্টেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘কর্ন মুন’, কারণ এই সময় ঐ অঞ্চলে ভুট্টা সংগ্রহের সময় হতো। কখনও কখনও এই চাঁদকে ‘হারভেস্ট মুন’ নামেও ডাকা হয়, তবে এ বছর ‘হারভেস্ট মুন’ পড়বে ৬ অক্টোবর। ফলে ৭ সেপ্টেম্বরের চাঁদ ‘কর্ন মুন’ নামেই পরিচিত হবে।
চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়, ফলে সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের পৃষ্ঠে পড়লে সেটি লালচে বা তামাটে দেখায়। এ কারণেই একে বলা হয় ‘ব্লাড মুন’।
জ্যোতির্বিদরা বলছেন, শনিবার রাতে খালি চোখেই চাঁদের পাশেই শনিকে উজ্জ্বল বিন্দুর মতো দেখা যাবে। যারা টেলিস্কোপ ব্যবহার করবেন, তারা শনির বিখ্যাত বলয়ও দেখতে পাবেন। পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ও শনির একসঙ্গে উপস্থিতি একটি তুলনামূলক বিরল ও আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য, যা জ্যোতির্বিজ্ঞানে আগ্রহীদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ মুহূর্ত।
১৪৪ বার পড়া হয়েছে