সর্বশেষ

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব এপিএইচআরের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পেতে বাংলাদেশ, চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে 'আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস' (এপিএইচআর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন সংস্থাটির প্রতিনিধি দল।

মালয়েশিয়ার সাবেক এমপি ও এপিএইচআরের সহ-সভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, "রোহিঙ্গা সংকট মোকাবেলায় দুইটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, আসিয়ান নেতৃত্বে একটি আন্তর্জাতিক তহবিল গঠন এবং দ্বিতীয়ত, বাংলাদেশ-চীন-আসিয়ানকে যুক্ত করে একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্মেলনের আয়োজন।"

তিনি আরও জানান, ২০১৮ সালে আসিয়ান দেশগুলোর একটি প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিল। তবে সম্প্রতি কয়েক বছর আসিয়ান এই বিষয়ে কার্যত নীরব থেকেছে। "তখন আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছিলাম," বলেন তিনি। "কিন্তু এখন সময় এসেছে রোহিঙ্গা ইস্যুকে আবারও আসিয়ানের আলোচ্য বিষয়ের কেন্দ্রে নিয়ে আসার।"

সাক্ষাতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ আসিয়ানের সদস্য না হলেও, আমরা এই সংকটের বড় বোঝা বহন করছি। তাই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী। এতে করে আমরা সরাসরি রোহিঙ্গা ইস্যুতে অবস্থান উপস্থাপন করতে পারব।”

তিনি এপিএইচআরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসিয়ানের অধীনে একটি সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করুন, যেখানে বাংলাদেশকেও যুক্ত করা যায়। এতে আমাদের মতামত সরাসরি তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওয়াং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেসম্যান রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন