নির্বাচন সামনে রেখে ৪ হাজার এএসআই নিয়োগ: আইজিপি

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি।
তিনি বলেন, “মোট ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক সরাসরি এবং অর্ধেক পদোন্নতির মাধ্যমে হবে। এই বিষয়ে কিছু বিধিমালা সংশোধনের প্রয়োজন ছিল, যা জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে দেখছে। এতে করে নিয়োগ প্রক্রিয়া আরও সহজ হবে।”
নিয়োগের এই উদ্যোগ আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কি না—এমন প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, “হ্যাঁ, আপনারা জানেন, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কয়েকটি ফোর্স নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। সেই অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।”
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, “পুলিশের একটি প্রতিনিধিদল এসেছিল। পুলিশ রেগুলেশন সংশোধনের মাধ্যমে একটি বড় নিয়োগ প্রক্রিয়া চলছে। দ্রুত নিয়োগ নিশ্চিত করতে আমরা আজই চূড়ান্ত আদেশ জারির চেষ্টা করছি।”
তিনি আরও জানান, “অর্থ, স্বরাষ্ট্র, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব পদ সৃজন করা হয়েছে। নির্বাচনের মাঠ পর্যায়ে প্রথম বাহিনী হিসেবে পুলিশ কাজ করে। তাই নির্বাচন ঘোষণার আগেই তাদের প্রস্তুত করতে কাজ চলছে।”
সচিব জানান, এএসআইসহ অন্যান্য পদে নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমও চলছে। এতে করে নির্বাচনের আগেই একটি সুসংগঠিত এবং প্রস্তুত বাহিনী মাঠে নামানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১২১ বার পড়া হয়েছে