দুর্গাপূজা ও নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক দুপুরে

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে চলতি মাসের শেষে। উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ (বুধবার) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এক বিশেষ অনলাইন সভা অনুষ্ঠিত হচ্ছে।
জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিতব্য এ সভায় দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপারসহ মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশ নেবেন।
সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম, এবং উপস্থিত থাকবেন সিনিয়র সচিব নাসিমুল গণি। পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের কাছে ১৮ দফা নির্দেশনা তুলে ধরা হবে।
সূত্র জানায়, নির্দেশনাগুলোর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে—
প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপির টহল জোরদার
সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি রোধে নজরদারি
প্রতিমা বিসর্জনের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
এছাড়া, নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা, ইভটিজিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ, আতশবাজি ও পটকা নিষিদ্ধ করা এবং বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হবে।
দুর্গম এলাকায় যাতায়াতের সমস্যা এড়াতে সড়কসমূহ সাময়িকভাবে মেরামতের নির্দেশনাও অন্তর্ভুক্ত থাকছে।
নির্বাচন ও অস্থিরতা নিয়েও সতর্ক বার্তা
শুধু দুর্গাপূজাই নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হবে। সভায় শ্রমিক আন্দোলন ও বিশ্ববিদ্যালয়গুলোর চলমান অস্থিরতা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, এই দুটি ইস্যুতে সমন্বিত পদক্ষেপ নিতে মাঠপর্যায়ের প্রশাসনকে সরাসরি নির্দেশনা দেবেন উপদেষ্টা ও সচিব।
১৪৭ বার পড়া হয়েছে