সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর দক্ষিণখানে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি দক্ষিণখানের একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ডাম্প ট্রাক লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের সঙ্গে ট্রাকটির তীব্র সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন