সর্বশেষ

জাতীয়

নিউ টাউন সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার অভিজাত আবাসিক এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ এবং ৬৬ নং ওয়ার্ড এর গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত নিউ টাউন সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ গতকাল শনিবার (৩০ আগস্ট) শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আ ন ম হেলাল উদ্দিন এবং নির্বাচন কমিশনার মির্জা হেলাল উদ্দিন ও ডা. আশরাফুল ইসলাম নান্নুর তত্ত্বাবধানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৪০০ ভোটারের মধ্যে ৩৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে সভাপতি নেছার উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রত্যক্ষ ভোটে নির্বাচিত অন্যান্য পদাধিকারীগণ হলেন—

 

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: মো. মোতাসিম বিল্লাহ

ভাইস প্রেসিডেন্টগণ হলেন যথাক্রমে মো. মহসিন উদ্দিন, আনোয়ার হোসেন মৃধা, মো. রমজান আলী ও মিয়া মোহাম্মদ শরিফুল্লাহ

জয়েন সেক্রেটারি: মো. হাবিবুর রহমান

এসিস্ট্যান্ট সেক্রেটারি: ডা. দেলোয়ার জাহান ইমরান ও লায়ন জিএম ইমাম হোসেন ইমন

 

গুরুত্বপূর্ণ সম্পাদকমণ্ডলীঃ

সাংগঠনিক সম্পাদক: মো. জিন্নাতুল ইসলাম মজুমদার সম্রাট

সহ-সাংগঠনিক সম্পাদক: মো. কামাল হোসেন

অর্থ সম্পাদক: মাওলানা নাজমুল হাসান

সহ-অর্থ সম্পাদক: মো. আমজাদ হোসেন

আইন ও শালিস সম্পাদক: মো. নূরুজ্জামান

সহ-আইন ও শালিস সম্পাদক: মো. মাহিন উদ্দীন তুহিন

উন্নয়ন সম্পাদক: মো. জসিম উদ্দিন সিকদার

সহ-উন্নয়ন সম্পাদক: মো. ইলিয়াস হোসাইন

দপ্তর সম্পাদক: মো. আনিসুর রহমান

সহ-দপ্তর সম্পাদক: মো. নুরুল আমিন

সমাজকল্যাণ সম্পাদক: মো. কামরুজ্জামান

সহ সমাজকল্যাণ সম্পাদক: মো. দেলোয়ার হোসেন

শিক্ষা ও পাঠাগার সম্পাদক: মনিরুজ্জামান স্বপন

সহ শিক্ষা ও পাঠাগার সম্পাদক: ফারুকুজ্জামান মজুমদার

প্রচার ও মিডিয়া সম্পাদক: খাজা মাসুম বিল্লাহ কাওছারী

সহ প্রচার ও মিডিয়া সম্পাদক: মিজানুর রহমান

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান সাঈদ

সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: হাসান বেপারী

যুব ও শৃঙ্খলা সম্পাদক: মো. আবুল কালাম

সহ যুব ও শৃঙ্খলা সম্পাদক: মো. সোহেল খান

স্বাস্থ্য সম্পাদক: ডা. মো. ওয়াহিদুজ্জামান

মহিলা বিষয়ক সম্পাদিকা: মিসেস রাশিদা বেগম

ছাত্র বিষয়ক সমন্বয়ক: মাসরুর হাসান

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নিউ টাউন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রেক্ষাপটে একই বছরের ৭ আগস্ট তাসমিয়া গার্ডেনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সোসাইটি গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে এক বছরের আহ্বায়ক কমিটির কার্যক্রম শেষে ২০২৫ সালের ১ মার্চ আনন্দঘন পরিবেশে রোডভিত্তিক ২০টি রোড প্রতিনিধি কমিটি গঠিত হয়। এই রোড প্রতিনিধি কমিটির সদস্য ও স্থায়ী সদস্যদের ভোটে সর্বশেষ নিউ টাউন সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় পরবর্তী তিন বছরের জন্য।

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নিউ টাউন সোসাইটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।
 

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন