সর্বশেষ

জাতীয়খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় স্পেশাল ফোর্স নিয়োগ
ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতি : রেহানার ৭, হাসিনার ৫, টিউলিপের ২ বছর কারাদণ্ড
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, কথাবার্তায় সাড়াও দিয়েছেন
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, আজ থেকেই কার্যকর নতুন মূল্য
নতুন সরকারি মালিকানাধীন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’র কার্যক্রম শুরু
বিজয়ের মাস শুরু, বিজয়ের মাসের অনুষ্ঠানে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি
সারাদেশটেকনাফে ৪ শিশু-কিশোর অপহরণ, পালিয়ে বেঁচেছে দু’জন
কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু, রাত্রিযাপনের সুযোগ
আন্তর্জাতিকটিউলিপের রায় নিয়ে ব্রিটিশ লেবার পার্টির কড়া প্রতিক্রিয়া
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৪শ' ছাড়িয়েছে, শত শত নিখোঁজ
খেলাশামীম হোসেন ফিরলেন দলে, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রস্তুত বাংলাদেশ
রাজনীতি

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, উত্তপ্ত বিজয়নগর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল থেকে এই সহিংসতা শুরু হয়।

বিকেল পৌনে ৪টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং পরে একটি মিছিল নিয়ে কাকরাইলের দিকে অগ্রসর হন। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মিছিল থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, যার জবাবে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষের এক পর্যায়ে একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে, শনিবার বিকেলে জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আগের দিন (শুক্রবার) গণঅধিকার পরিষদের একটি মশাল মিছিল থেকে জাতীয় পার্টির অফিসে আগুন ধরানোর চেষ্টা চালানো হয়। তিনি বলেন, "সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। দেশের স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা প্রয়োজন।"

শুক্রবার সন্ধ্যাতেও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ মিছিল করে। ওই মিছিলটি জাপার কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। পরে সংগঠনটি প্রতিবাদস্বরূপ মশাল মিছিল বের করে।

একাধিক সূত্র জানিয়েছে, এ সময় শতাধিক নেতাকর্মী জাপা কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিক্ষেপে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সময় উপস্থিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরসহ অন্যদের ওপর যৌথবাহিনীর সদস্যরা হামলা চালান।

বর্তমানে বিজয়নগর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন