হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের কানাইঘাটে হাঁস ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের লামা শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর ওই গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। সংঘর্ষে তার দুই ভাইও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সাইদুরের পরিবারের হাঁস ইমরান আহমদের জমিতে ধান খেতে গেলে ইমরান বিষ প্রয়োগে সাতটি হাঁস মেরে ফেলেন। এ নিয়ে গ্রামে বিচারও হয়। শুক্রবার জুমার নামাজ শেষে বিষয়টি নিয়ে ফের কথা-কাটাকাটির একপর্যায়ে ইমরান, তার বাবা রকিব আলী ও মা লেছু বেগম সাইদুর ও তার দুই ভাইয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর মারা যান।
এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ অভিযুক্ত ইমরান ও তার বাবাকে সিলেট শহর থেকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মো. আব্দুল আউয়াল।
১২০ বার পড়া হয়েছে