সর্বশেষ

জাতীয়

আগামী ৫ দিন যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩০ আগস্ট) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিস্তারিত পূর্বাভাস:
শনিবার (৩০ আগস্ট)
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

রোববার (৩১ আগস্ট)
রংপুরে বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য বিভাগেও কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার (১ সেপ্টেম্বর)
বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। ঢাকা ও খুলনাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর)
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহেও বৃষ্টিপাত হতে পারে।

তাপমাত্রা:
সারাদেশে দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য হ্রাস এবং কোথাও আবার বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। ফলে নাগরিকদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন