মেক্সিকোতে সড়কের পাশে ছয়টি কাটা মাথা উদ্ধার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি সড়ক থেকে ছয়টি কাটা মানবমাথা উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের সংযোগকারী একটি সড়কে এই ভয়াবহ ঘটনা ঘটে। বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের। তবে এখনও দেহগুলোর খোঁজ পাওয়া যায়নি। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা সম্ভাব্য অভিযুক্তদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি কম্বল উদ্ধার করা হয়েছে, যাতে একটি হুমকিমূলক বার্তা লেখা ছিল। বার্তাটি ‘লা বারেদোরা’ (The Sweeper) নামে স্বাক্ষরিত। পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এ নামে একটি ছোট অপরাধী চক্র সক্রিয় থাকলেও তাদের সংশ্লিষ্টতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুয়েবলা ও ত্লাক্সকালা অঞ্চল সাধারণত বড় ধরনের মাদকচক্র সহিংসতার জন্য পরিচিত নয়। তবে ওই এলাকায় জ্বালানি চোরাচালান বা 'হুয়াচিকোলেও' একটি বড় অপরাধ হিসেবে বিদ্যমান, যার মাধ্যমে অপরাধী গোষ্ঠীগুলো প্রতিবছর বিলিয়ন ডলার আয় করে।
ঘটনার সময় মেক্সিকো সরকার দেশজুড়ে ফেন্টানিল পাচার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসনের অধীনে এসব অপরাধ দমনে ফেডারেল অভিযান চলমান থাকলেও, সাম্প্রতিক এই বর্বরতা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
এর আগে গত জুনে সিনালোয়া প্রদেশে ২০টি মরদেহ উদ্ধার হয়, যাদের মধ্যে চারজনের মাথা কাটা ছিল। মে মাসে গুয়ানাহুয়াতোতে একটি ক্যাথলিক উৎসবে গুলি চালিয়ে সাত তরুণকে হত্যা করা হয়েছিল।
মেক্সিকোতে ২০০৬ সালে গ্যাং দমনে সেনা মোতায়েনের পর থেকে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। এই সময়ের মধ্যে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং লাখেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলোর দাবি।
ফেডারেল কর্তৃপক্ষ এখনো এই সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
১৭৬ বার পড়া হয়েছে