ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রীর নিহতের দাবি

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় আনসারুল্লাহ (হুথি) সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি স্থানীয় সূত্র।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ ও রুশ বার্তা সংস্থা স্পুটনিক বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই খবর জানিয়েছে।
ঘটনাস্থলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সানার দক্ষিণাঞ্চলের হাদাহ এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান একটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এতে প্রধানমন্ত্রী আল-রাহাভি, তার কয়েকজন সহযোগীসহ কমপক্ষে চারজন নিহত হন। হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, আনসারুল্লাহ আন্দোলন ২০২৪ সালের ১০ আগস্ট আহমেদ গালেব আল-রাহাভিকে তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্রটি জানিয়েছে, শিগগিরই আনসারুল্লাহ তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
মিশ্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তি
তবে হামলার উদ্দেশ্য নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। আনসারুল্লাহ আন্দোলনের এক কর্মকর্তা দাবি করেন, হামলার লক্ষ্যবস্তু ছিলেন না প্রধানমন্ত্রী বা শীর্ষ সামরিক কর্মকর্তারা। বরং, ইসরায়েলের উদ্দেশ্য ছিল অন্য কিছু।
ইসরায়েলি সামরিক বাহিনী সানায় হামলার বিষয়টি নিশ্চিত করলেও, দেশটির সংবাদমাধ্যমগুলো দাবি করে, হুথি-নিয়ন্ত্রিত সেনাবাহিনীর একাধিক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে ইয়েমেনি কর্মকর্তা নসর আল-দীন আমের এই দাবি নাকচ করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধান হামলার লক্ষ্য ছিলেন না।
আঞ্চলিক অস্থিতিশীলতার শঙ্কা
চলমান উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনায় ইয়েমেনসহ গোটা অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইসরায়েল, হুথি আন্দোলন, এবং তাদের মিত্রদের মধ্যে বিদ্যমান উত্তেজনার পটভূমিতে এই হামলা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
১২০ বার পড়া হয়েছে