সর্বশেষ

জাতীয়

ভিসা প্রার্থীদের জন্য ঢাকায় মার্কিন দূতাবাসের কড়া বার্তা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ও সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে বলা হয়, “আপনার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক দণ্ড থাকলে, এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধ হলেও, তা যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে স্থায়ীভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, কনস্যুলার অফিসাররা আবেদনকারীর অতীত অপরাধের রেকর্ড, গ্রেফতার বা আইন লঙ্ঘনের তথ্য পর্যালোচনা করতে পারেন। সেজন্য ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সম্পূর্ণ সত্য তথ্য প্রদান করার আহ্বান জানানো হয়। ভুল বা মিথ্যা তথ্য দিলে ভিসা প্রত্যাখ্যান ছাড়াও আজীবনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এর আগে, ১০ জুলাইয়ের একটি পোস্টে দূতাবাস জানায়, ভিসার DS-160 ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল/ইউজারনেম সরবরাহ করা বাধ্যতামূলক।

এছাড়া ফর্মে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য নিশ্চিত করে তবেই তা স্বাক্ষর করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সামাজিক মাধ্যম সম্পর্কিত তথ্য গোপন করলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্যতাও হারাতে হতে পারে বলে সতর্ক করা হয়।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন