জাতীয় দলের জার্সিতে নাম পরিবর্তন করলেন হলান্ড

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড এবার জাতীয় দলের জার্সিতে আনলেন নতুন চমক। নরওয়ে দলের হয়ে আর শুধু 'Haaland' নয়, তার জার্সিতে এবার থেকে লেখা থাকবে সম্পূর্ণ পারিবারিক পদবি—‘Braut Haaland’।
২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের এমন সিদ্ধান্ত ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছে। ধারণা করা হচ্ছে, নিজের প্রকৃত নাম ও পারিবারিক পরিচয়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।
আসন্ন ম্যাচ ও বিশ্বকাপ স্বপ্ন
নরওয়ে আগামী সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে এবং এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে মলদোভার। হলান্ডের নেতৃত্বেই দলটি প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।
জাতীয় দলের হয়ে হলান্ড ইতোমধ্যে ৪৩ ম্যাচে ৪২ গোল করেছেন, যা তার অসাধারণ গোলস্কোরিং সামর্থ্যের প্রমাণ। তবে এখনো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি তার, যেটি পূরণ করতে মুখিয়ে আছেন এই তরুণ তারকা।
ক্লাব মৌসুমেও ছন্দে
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমেও দারুণ শুরু করেছেন হলান্ড। উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের গোলক্ষুধার জানান দিয়েছেন। তার এই ধারাবাহিকতা ম্যান সিটির শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে।
নাম পরিবর্তনের পেছনে বার্তা
জার্সিতে নাম পরিবর্তনকে অনেকে দেখছেন আত্মপরিচয়ের স্পষ্ট প্রকাশ হিসেবে। যেখানে ‘Braut’ পদবিটি শুধু পারিবারিক নামই নয়, বরং শিকড়ের সঙ্গে একধরনের সংযুক্তির প্রতীক। ভক্তরাও বিষয়টিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।
বিলাসী জীবনের আড়ালে
ফুটবল মাঠে হলান্ড যতটা দক্ষ, মাঠের বাইরেও ততটাই আলোচিত। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, বছরে ৬০ কোটিরও বেশি টাকা খরচ করেন তিনি তার বিলাসবহুল জীবনযাপনে—বিশেষ করে পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর জীবনধারা ও ব্যক্তিগত রিকভারি পদ্ধতির পেছনে।
১১৭ বার পড়া হয়েছে